কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন। সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জোয়ারের সময় ডলফিনটি সৈকতে আটকা পড়ে।
এর দৈর্ঘ্য ৬ ফুট। এটি ইরাবতী প্রজাতির ডলফিন বলে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানিয়েছেন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কুয়াকাটা সৈকতে ১৫টি মৃত ডলফিন ভেসে এলো। শুধু আগস্টেই কুয়াকাটা সৈকতে আসে ৯টি মৃত ডলফিন আর চলতি মাসের ৯ দিনে ৪টি মৃত ডলফিন ভেসে এলো। এর আগে জুন মাসেও ২টি মৃত ডলফিন এখানে পাওয়া যায়।
গত বছর কুয়াকাটাসংলগ্ন উপকূলে ৭-৮ টি মৃত ডলফিন ভেসে এসেছিল বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা।
স্থানীয় জেলে ফজলু মিয়া মাছ ধরার জন্য সাগরে নামতে গেলে তার চোখে পড়ে মৃত ডলফিনটি। এরপর তিনি কুয়াকাটা এলাকার ডলফিন রক্ষা কমিটির সদস্যদের বিষয়টি জানান।
ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুম্মান ইমতিয়াজ তুষার বলেন, 'আজ সকালে জোয়ারে ডলফিনটি ভেসে আসে। এর মাথায় আঘাতের চিহ্ন আছে। আমাদের স্বেচ্ছাসেবকরা খবর পেয়ে ডলফিনটি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে রেখেছেন। আমরা বন বিভাগ ও মৎস্য বিভাগকে খবর জানিয়েছি।'
একের পর এক ডলফিন মারা যাওয়ায় শঙ্কা জানান তিনি।
এ বিষয়ে পটুয়াখালী জেলার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, মৃত ডলফিনের 'অন্ত্র' সংগ্রহ করে নমুনা হিসেবে বন অধিদপ্তরের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডলফিনের মৃত্যুর মূল রহস্য জানা যেতে পারে।
তিনি আরও বলেন, বনবিভাগ, মৎস্য বিভাগ ও স্থানীয় জেলেদের নিয়ে 'ডলফিন রেসপন্স টিম' গঠন করা হবে। এই টিম কুয়াকাটা এলাকায় সার্বক্ষণিক কাজ করবে, জানান তিনি।
Comments