কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আরও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। প্রায় আট ফুট দৈর্ঘ্যের ডলফিন দুটি আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ভেসে আসে।
ডলফিন দুটির একটি ইরাবতি ও একটি হ্যামব্যাকা প্রজাতির বলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তার নির্দেশে মৃত ডলফিন দুটিকে সৈকতেই মাটি চাপা দেওয়া হয় বলে জানান তিনি।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় প্রায় ৭ ফুট লম্বা একটি ডলফিন ভেসে আসে। সেটিকেও পরে মাটি চাপা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটিকে ভেসে আসতে দেখে স্থানীয়দের কয়েকজন। ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন ছিল। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে বলে তারা ধারণা করছেন। ডলফিন দুটির মুখ রক্তাক্ত ছিল এবং মুখে জালের ছেঁড়া অংশ প্যাঁচানো ছিল।
টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয়রা টুরিস্ট পুলিশের সদস্যদের উপস্থিতিতে ডলফিন দুটিকে মাটি চাপা দিয়েছে।
Comments