চট্টগ্রামে বৃষ্টি নেই, তবে নিচু এলাকার মানুষ এখনো পানিবন্দি

টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের পর চট্টগ্রাম নগরে অবশেষে আজ সোমবার সকালে সূর্যের দেখা মিলেছে। তবে, অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
চট্টগ্রামের নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা আছে। ছবি: স্টার

টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের পর চট্টগ্রাম নগরে অবশেষে আজ সোমবার সকালে সূর্যের দেখা মিলেছে। তবে, অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আগামী ২ থেকে ৩ দিন ভারী বৃষ্টিপাতের সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর টানা বৃষ্টিতে নগরের ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালি শহরসহ বেশ কিছু এলাকায় পানি জমে রয়েছে। এসব এলাকার রাস্তায় চলাচল করা মানুষকে হাঁটুপানি ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির পানি জমে আছে আকতারুজ্জামান ফ্লাইওভারে। জলজটের কারণে উল্টোপথে যানবাহন চলাচল করছে। হাটহাজারী-চট্টগ্রাম সড়কের বড় দীঘিরপাড় এলাকায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। অনেক এলাকায় যানজটের কবলে আটকে পড়ে আছে সারি সারি গাড়ি।

নগরের ৩ নম্বর রুটে চলাচলকারী গণপরিবহনের চালক বেলাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে নন্দীরহাট এলাকায় আটকে ছিলাম। বড় দীঘিরপাড় এলাকায় পানি জমে যাওয়ায় গাড়ি চলাচল করতে পারছিল না। সড়কে পানি কমার পর যান চলাচল আবার শুরু হয়।'

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'আগামী ২ বা ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে শহরের অধিকাংশ এলাকায় পানি জমে যাবে। একই সঙ্গে আজ বিকেলে ৫টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে পাহাড়ধসের সতর্ক বার্তা রয়েছে।'

Comments