দুপুরের আগেই নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ, বৃষ্টি থাকবে কালও

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রোববার দুপুরের আগেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ শনিবার দিবাগত রাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এটি যে অবস্থায় রয়েছে, মনে হচ্ছে দুপুরের আগেই আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। দুপুর নাগাদ এটি উড়িষ্যা উপকূলীয় এলাকায় পৌঁছাবে এবং বিকেল বা সন্ধ্যায় পশ্চিমবঙ্গে যাবে। পশ্চিমবঙ্গে যখন পৌঁছাবে তখন এটি একেবারে দুর্বল হয়ে যাবে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, রাজশাহী, রংপুর, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় আজ সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। আগামীকালও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। আকাশ থাকবে মেঘলা। তবে কাল থেকেই ঢাকার আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

মেঘ কেটে গেলেই নামবে শীত

নিম্নচাপ শেষ হয়ে গেলে আগামী ২ দিনের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন থেকেই শীত নামতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আকাশ পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা তেমন না কমলেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বর মাসের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Students, teachers, and other stakeholders have declared academic activities indefinitely suspended

36m ago