সিলেট-সুনামগঞ্জে বৃষ্টি কমেছে, কিছু জায়গায় কমেছে পানি

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গতরাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায় কিছু জায়গায় পানি কমেছে। তবে সিলেটের নদীগুলোর উজানে পানি কিছুটা বাড়ায় বিকেল নাগাদ ভাটিতে পানি বাড়ার আশঙ্কা আছে।
ছবি: শেখ নাসির/স্টার

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গতরাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায় কিছু জায়গায় পানি কমেছে। তবে সিলেটের নদীগুলোর উজানে পানি কিছুটা বাড়ায় বিকেল নাগাদ ভাটিতে পানি বাড়ার আশঙ্কা আছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী সোম ও মঙ্গলবার দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থা থেকে কিছুটা উন্নতির দিকে যাবে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিলেট সদরের দিকে নদীর পানি কিছুটা কমলেও উজানে পানির উচ্চতা বেড়েছে। এই পানি বিকেল নাগাদ ভাটিতে নেমে আসলে এদিকেও পানি বাড়বে।'

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, আজ সকাল ৯টায় সিলেট জেলায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে ৩৫ সেন্টিমিটার বেশি। তবে সিলেট শহর পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে ২৫ সেন্টিমিটার কম।

এছাড়া কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলশীদে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখন। গতকালের চেয়ে যা ৬৩ সেন্টিমিটার বেশি। একই নদীর পানি বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে গতকালের চেয়ে ২৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপরে আছে।

তবে সিলেটের জৈন্তাপুরের সারিঘাটে সারিগোয়াইন নদী, ফেঞ্চুগঞ্জ ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানানো হয়।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সুনামগঞ্জে বৃষ্টিপাত কমেছে, নদীর পানিও কিছুটা কমেছে। বন্যার পানিও কিছুটা কমেছে বিভিন্ন এলাকায়। কিন্তু গেজ স্টেশনে (পানির উচ্চতা পরিমামের জায়গা) অনেক পানি থাকায় সেখানে গিয়ে পানির উচ্চতা জেনে আসাটা কিছুটা বিপদজনক হয়ে উঠেছে। তাই আমাদের তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে।'

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়ার ভাষ্য, 'কোথাও নদীর পানি বাড়ছে, কোথাও কিছুটা কমছে, আবার কোথাও স্থিতিশীল আছে। সার্বিকভাবে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। তবে আগামীকাল (সোমবার) ও পরশু (মঙ্গলবার) পানি কমে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।'

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

4h ago