কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে পাওয়া গেল ২২টি ঢোঁড়া সাপের বাচ্চা

কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে পাওয়া গেল ২২টি ঢোঁড়া সাপের বাচ্চা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার একটি বাড়ির আঙিনায় ডিমগুলো পাওয়া যায়।
ছবি: স্টার

কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে পাওয়া গেল ২২টি ঢোঁড়া সাপের বাচ্চা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার একটি বাড়ির আঙিনায় ডিমগুলো পাওয়া যায়।

দেড় মাসের বেশি সময় আগে বেশ কিছু ডিম পাওয়া গেলে সেগুলো ফোটাতে দেওয়া হয়। অবশেষে বুধবার সেখান থেকে ২২টি বাচ্চা ফুটেছে। 

এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্য ডেইলি স্টারকে জানান, 'গত ১৮ মার্চ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার সাংবাদিক মুসলিম চৌধুরীর বাড়ির আঙ্গিনায় তিনি ডিমগুলো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ডিমগুলো দেখে প্রাথমিকভাবে শনাক্ত করতে পারিনি। পরে সেগুলো ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।' 

ছবি: স্টার

'ডিমগুলো নিয়ে আসার পর ঢাকার বেশ কয়েকজন প্রাণিবিদকে জানানো হয়। তারা ডিমগুলা কৃত্রিমভাবে ফোটানোর পরামর্শ দেন। এরপর সেগুলো ফোটাতে দেওয়ার ৫০ দিন পর আজ ৫১তম দিনে বাচ্চা ফুটতে শুরু করেছে। ডিমগুলো ঢোঁড়া সাপের।'
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. মনিরুল এইচ খানের পরামর্শে ডিমগুলো একটি বাকশে বালি দিয়ে ঢেকে রাখা হয় বলে জানান তিনি। 

স্বপন দেব সজল জানান, সাপের বাচ্চাগুলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। দুএকদিনের মধ্যে সেগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা সালাম মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে অনেক প্রাণী বাচ্চা দিয়েছে দেখেছি। তবে সাপের ডিম থেকে এভাবে বাচ্চা দিতে প্রথম দেখলাম।'

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

5h ago