চট্টগ্রামে অবৈধ কাঠসহ গ্রেপ্তার ২

বন্দর নগরী চট্টগ্রামের বড়দিঘিরপাড় ও অক্সিজেন এলাকা থেকে প্রায় ১৫০ সিএফটি পাচারকৃত কাঠ ও ১৮ ধরনের আসবাবপত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন ও মো. নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

অবৈধ কাঠ ও ফার্নিচারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

আজ রোববার ভোর রাতে পৃথক স্থানে চেকপোস্ট বসিয়ে কাঠভর্তি ২টি মিনিট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন—কামাল হোসেন (৪০) ও মো. নুরুল ইসলাম (৫৬)।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের ফরেস্টার মো. নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোররাত ৩টার দিকে দক্ষিণ পাহাড়তলীর বড়দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে অন্তত ১৫০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আজ ভোর ৫টার দিকে নগরের অক্সিজেন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে ১৮ ধরনের ফার্নিচার উদ্ধার করা হয়েছে। এসব ফার্নিচার অবৈধ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিধায় সেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিক। এই কারণে মালিককে গ্রেপ্তার ও ফার্নিচারগুলো জব্দ করা হয়েছে।'

জব্দকৃত অবৈধ কাঠ এবং ফার্নিচার কালুরঘাট ডিপোতে রাখা হয়েছে। গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে চট্টগ্রাম বন আদালতে মামলা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ২টি টহল টিম সহযোগিতা করেছে বন বিভাগকে।

Comments

The Daily Star  | English

Tamim dropped after drama

The Bangladesh Cricket Board (BCB) announced the ICC Cricket World Cup squad last night, excluding Tamim Iqbal following an uncalled-for drama involving the experienced opener.

1h ago