বুড়িগঙ্গা ১ বছরের মধ্যে দূষণমুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

আগামী ১ বছরের মধ্যে বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বুড়িগঙ্গা নদী। স্টার ফাইল ছবি

আগামী ১ বছরের মধ্যে বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ লক্ষ্যে নৌ মন্ত্রণালয়কে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।       

এ ছাড়া, পরিবেশ উন্নয়নে স্কুলের শিশুদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় তাদের অবদান পুরস্কৃত করার এবং শিক্ষা মন্ত্রণালয়কে পরিবেশ রক্ষায় করণীয় কার্যাবলী কারিকুলামে অন্তর্ভুক্ত করতে চিঠি পাঠানোর বিষয়ে  সুপারিশ করে কমিটি।      

কমিটিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি' উদ্ধার ও মেরামত করে বিএসপির বহরে যুক্ত করার চিন্তা করা হচ্ছে। জাহাজটি উদ্ধার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংসদীয় কমিটির বৈঠকে ইউক্রেনে ক্ষতিগ্রস্ত জাহাজের সবশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ শিপিং করপোরেশন এ বিষয়ক একটি প্রতিবেদন উপস্থাপন করে।

Comments