বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ ওয়াটার বাসডুবি
রাজধানীর কেরানীগঞ্জে প্রায় ৫০-৬০ জন যাত্রীসহ ওয়াটার বাস ডুবে গেছে।
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওয়াটার বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল কাজ করছে বলে জানান রাফি আল ফারুক।
সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, '৫০-৬০ জন যাত্রী নিয়ে ওয়াটার বাসটি শ্যামবাজার ঘাট থেকে তেলঘাট যাচ্ছিল। হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে যায়।'
তিনি বলেন, 'কিছু যাত্রী সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় মাঝিরা অনেককে উদ্ধার করেছেন। তবে কিছু যাত্রী ওয়াটার বাসের ভেতরে থাকতে পারেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।'
যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি দুর্ঘটনাস্থলে আছি। উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি।'
Comments