পরাজিত জোকোভিচ, বিশ্ব দেখবে এক মহাতারকার প্রস্থান

অস্ট্রেলিয়ান ওপেনে পরপর ৯ বার অপরাজিত জোকোভিচ ১০তম প্রতিযোগিতার মাত্র ১ দিন আগে আইনি লড়াইয়ে হেরে গেলেন। ফলে, আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিতে হচ্ছে তাকে। সেই সঙ্গে ছাড়তে হবে অস্ট্রেলিয়া।
আজ ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি জেমস অ্যালসপ, বিচারপতি অ্যান্থনি বেসাঙ্কো এবং বিচারপতি ডেভিড ও'কলাগানের পূর্ণ বেঞ্চে এই মামলার শুনানি হয়।
রায়ে প্রধান বিচারপতি জানান, ৩ জনের সর্বসম্মতিক্রমে সরকার কর্তৃক জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকছে।
প্রধান বিচারপতি আরও বলেন, 'ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকের জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তের "যোগ্যতা বা প্রজ্ঞা" নিয়ে সিদ্ধান্ত নেওয়া আদালতের কাজের অংশ নয়।'
তিনি জানান, আদালত শুধুমাত্র সিদ্ধান্তের 'বৈধতা' বিষয়ে রায় দিচ্ছে।
আদালত জোকোভিচকে শুনানির জন্য সরকারের আইনি খরচও দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতের রায় শোনার পর এক বিবৃতিতে জোকোভিচ মিডিয়াকে বলেন, 'ভিসা বাতিলের বিষয়ে মন্ত্রীর সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনায় আদালতে আমার আবেদন খারিজ করার রায়ে আমি অত্যন্ত হতাশ। এর অর্থ আমি অস্ট্রেলিয়ায় থাকতে এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারছি না।'
তিনি আরও বলেন, 'আমি আদালতের রায়কে সম্মান করি এবং অস্ট্রেলিয়া থেকে প্রস্থানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবো।'
'আমি অস্বস্তি বোধ করছি যে, গত কয়েক সপ্তাহের ফোকাস আমার দিকে ছিল এবং আশা করি, সবাই এখন আমার পছন্দের খেলা ও টুর্নামেন্টে ফোকাস করতে পারব। আমি খেলোয়াড়, টুর্নামেন্ট কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং ভক্তদের শুভেচ্ছা জানাই,' যোগ করেন এই টেনিস সুপারস্টার।
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments