ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ সহোদর নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভাই জারা (১৪) ও আদিব (১২। ছবি: সংগৃহীত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ কিশোর সহোদর নিহত হয়েছে। এ ছাড়াও গুরুতর আহত হয়েছে তাদের সতীর্থ আরও ২ কিশোর।

গত সোমবার গভীর রাতে ওমানের রাজধানী মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সেনাও শহরে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছে জারা (১৪) ও আদিব (১২)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। তাদের মা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. তানিয়া সিনাও হাসপাতালে কর্মরত। মায়ের কর্মস্থলের সূত্রে তারা ওমানে থাকতো। তাদের বাবা নাহিদুল ইসলাম তুহিন বাংলাদেশে থাকেন।

বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠকরা জানান, সিনাওয়ের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শেখ জসিমের ছেলে জিহাদ (১৪) পরিবারের অগোচরে বাবার গাড়ির চাবি নিয়ে রাত আনুমানিক ৩টার দিকে ঘুরতে বের হয়। এ সময় সে জারা, আদিব এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মো. করিমের ছেলে আতিককে সঙ্গে নেয়। তবে তাদের কারোও ড্রাইভিং লাইসেন্স ছিল না।

জারা ও আদিব মায়ের হাসপাতালে রাতের শিফটে ডিউটিতে থাকার সুযোগে বন্ধুদের সঙ্গে বের হয়।

ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিল জিহাদ। এক পর্যায়ে সিনাও শহরের আদম রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হয় গাড়ির পেছনে থাকা ২ ভাই জারা ও আদিব। গুরুতর আহত হয় চালকের আসনে থাকা জিহাদ ও তার পাশের আসনে থাকা আতিক।

জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় মাস্কাটের খৌলা হাসপাতালে এবং আতিককে সিনাওয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত সবাই বাংলাদেশ স্কুল সিনাওয়ের শিক্ষার্থী।

২ কিশোর সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। তাদের বাবা নাহিদুল ইসলাম তুহিন ওমানের পথে রওনা হয়েছেন।

ওমানে বাংলাদেশি কমিউনিটি সংগঠকরা সবাইকে আরও বেশি সতর্ক থাকতে বলেছেন, যেন এমন বিয়োগান্ত ঘটনার পুনরাবৃত্তি না হয়।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago