কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের আত্মপ্রকাশ

প্রবাসীদের কল্যাণে, দেশের সম্মানে কাজ করার প্রত্যয় নিয়ে কুয়েতে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশ প্রেসক্লাবের।
বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

প্রবাসীদের কল্যাণে, দেশের সম্মানে কাজ করার প্রত্যয় নিয়ে কুয়েতে প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশ প্রেসক্লাবের।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেলে কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আল হেনা হলরুমে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাবের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্মেলনে কার্যকরী কমিটির নির্বাচনে বাংলাদেশি জাতীয় সংবাদমাধ্যম ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে নিয়োগপ্রাপ্ত সংবাদকর্মীরা অংশ নেন।

নির্বাচন কমিশনার ও পদক্ষেপ পত্রিকার সম্পাদক আল-আমিন চৌধুরী স্বপন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন সভাপতি এবং বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আ হ জুবেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন—সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেবজু মিয়া, মহিলা সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী, আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম হাওলাদার, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আলাল আহমেদ, সহ-আপ্যায়ন সম্পাদক দেবু মজুমদার, শ্রম সম্পাদক মো. বিলাল উদ্দিন, সহ-শ্রম সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক পাভেল।

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

11h ago