জাপানে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ২ নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা টোকিওতে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন।
জাপান পুলিশের অনুমতি নিয়ে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় সময় দুপুর ২টায় টোকিওর চিয়োদা সিটিতে ভারতীয় দূতাবাসের সামনে এই সমাবেশ করেন তারা।
নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সূত্র জানায়, সহস্রাধিক মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা নিজ নিজ দেশের পতাকা এবং জাপানি ও ইংরেজি ভাষায় লেখা পোস্টার নিয়ে এই সমাবেশে যোগ দেন।
তারা নূপুর শর্মাকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সমাবেশ করার জন্য সময় নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়।
Comments