দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নাহিদুল ইসলাম জয় (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
নিহত নাহিদুল ইসলাম জয়। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত নাহিদুল ইসলাম জয় (৩০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত আলীর ছেলে।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) সন্ত্রাসীরা জয়ের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

আজ সোমবার নিহত জয়ের বাবা হাসমত মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, প্রায় একযুগ আগে জয় ভাগ্যান্বেষণে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। পরে তিনি নিউ ক্যাসেল শহরে একটি দোকান ভাড়া নিয়ে প্রসাধনী সামগ্রীর ব্যবসা শুরু করেন। রোববার সন্ধ্যায় অস্ত্রধারী একদল সন্ত্রাসী জয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় এবং তাকে গুলি করে হত্যা করে। ছেলের মরদেহ কবে দেশে আসবে তা তিনি জানতে পারেননি।

দেশে জয়ের স্ত্রী, মা-বাবা এবং ছোটবোন রয়েছেন বলে জানিয়েছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান মিয়া।

তিনি আরও জানান, দেড় বছর আগে জয়ের মামা ফারুক হোসেনও একইভাবে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবরটি শোনার পর তিনি এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

Comments