যমুনা সেতুর দুই প্রান্তে ২০ কিলোমিটার যানজট

যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে তোলা ছবি। ছবি: স্টার

ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার পথে যমুনা সেতুর দুই প্রান্তে যানজটে ভোগান্তির পর এবার ফিরতি পথেও একই স্থানে যানজটে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও সেতুর পূর্ব প্রান্তে ২০ কিলোমিটার ও পশ্চিম প্রান্তে অন্তত ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে ছড়িয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় যমুনা সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র দ্য ডেইলি স্টারকে জানান, তীব্র যানবাহনের চাপ এবং সেতুর ওপরসহ দুই প্রান্তের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়ার কারণে মধ্যরাত থেকে শুরু হওয়া এই যানজট এখনও অব্যাহত আছে।

সূত্র জানায়, যানবাহনের সারি একপর্যায়ে সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের মির্জাপুর এবং পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা ফয়েজ আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান, রাতে পরিস্থিতির অবনতি ঘটলেও সকাল থেকে গাড়িগুলো সচল রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে বলে তিনি আশা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ সকাল পৌনে ১১টায় ডেইলি স্টারকে জানান, মহাসড়কে এখনও যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে।

'দুর্ঘটনা ও গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা মহাসড়কে কাজ করছি। আস্তে আস্তে যানজট কমে আসছে,' যোগ করেন তিনি।

ঈদের আগের দুদিন (৫ ও ৬ জুন) যমুনা সেতুর দুই প্রান্তে তীব্র যানজটে ভোগান্তির শিকার হয় ঘরে ফেরা মানুষ।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

5h ago