নতুন কর্মী নিয়োগে মালদ্বীপকে অনুরোধ বাংলাদেশ হাইকমিশনারের

মালদ্বীপে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ এবং কাগজপত্রহীন (অনিবন্ধিত) বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধকরণের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
গতকাল বৃহস্পতিবার দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ফাইয়াজ ইসমাইলের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ১ লাখ। এর মধ্যে ৫০ হাজারের মতো শ্রমিক অবৈধভাবে অবস্থান করছেন এবং অনিয়মিতভাবে কাজ করছেন।
এদিকে, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। যদিও অন্যান্য দেশ থেকে প্রতিনিয়ত কর্মী আসছে মালদ্বীপে।
মন্ত্রীকে বিষয়গুলো তুলে ধরে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানান হাইকমিশনার। এ সময় মন্ত্রী ফাইয়াজ ইসমাইল অনিবন্ধিত বাংলাদেশি কর্মী বৈধকরণের বিষয়ে জোর দেন এবং নতুন কর্মী নিয়োগ বিষয়ে সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে ২ দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন উপমন্ত্রী রিয়াজ মনসুর ও মরিয়ম নাজিমা এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : মালদ্বীপ প্রবাসী সাংবাদিক
Comments