ব্রিসবেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেন শহরের প্রাণ কেন্দ্র রেডাক্লিফ প্লেস এ অনুষ্ঠিত হয় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।
বরাবরের মতো এবারের অনুষ্ঠানের মূল আয়োজক ছিল ব্রিসবেনের বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিএবি)। সহআয়োজক হিসেবে ছিল মাল্টিকালচারাল অস্ট্রেলিয়া এবং এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইঙ্ক নামের দুইটি গুরুত্বপূর্ণ সংগঠন।
বিগত কয়েক বছর ধরেই বিএবি চেষ্টা করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে বৃহত্তর বহুসাংস্কৃতিক জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দিতে। আর এ সংক্রান্ত সকল প্রচেষ্টায় অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ড সরকারের নানা পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে। এরই ধারাবাহিকতায় এ বছরের অমর একুশে উদযাপনে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন দশের অধিক মন্ত্রী ও সংসদ সদস্য। আরও ছিলেন সরকারের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং জনপ্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করে ব্রিসবেনের বাংলা গানের স্কুল, সারগাম মিউজিক্যাল একাডেমির শিশু-কিশোরেরা। এর পর একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' এর আবহ সংগীতের সঙ্গে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএবি, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, ব্রিসবেনের বাংলাদেশি ডাক্তারদের সংগঠন এসবিডিকিউ, ব্রিসবেনের ঐতিহ্যবাহী বাংলা স্কুল বিবিএলএস, সারগম মিউজিক্যাল একাডেমি, বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইউকিউবিডিএ, কিউইউটিবিএসহ আরও নানা বাংলাদেশি সংগঠন।
Comments