মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ: জমা পড়েছে ২ লাখ আবেদন

বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন খাতে প্রায় ২ লাখ আবেদন জমা পড়েছে। অনলাইনে এসব আবেদন করা হয়েছে।
ছবি: সংগৃহীত

বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন খাতে প্রায় ২ লাখ আবেদন জমা পড়েছে। অনলাইনে এসব আবেদন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নিম্ন-আয়ের পরিবারগুলোর শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

সারাভানান বলেন, 'বিদেশি কর্মী নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াটি পরিমার্জিত হচ্ছে এবং এতে প্রযুক্তিগত বিষয়, নিয়োগ পদ্ধতি এবং সংশ্লিষ্ট সবগুলো দেশের সংস্থা বা পক্ষের মধ্যে স্মারক স্বাক্ষর অন্তর্ভুক্ত রয়েছে।'

এ ছাড়া মানবসম্পদ মন্ত্রণালয় নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী নিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেগুলোর মধ্যে আছে, কোয়ারেন্টাইন, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, কোয়ার্টার, প্রশিক্ষণ, শ্রম অধিকার এবং অন্যান্য বিষয়। 

'বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ইন্দোনেশিয়া থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় ও দেশটির একটি সংশ্লিষ্ট সংস্থার মধ্যে প্রক্রিয়া চলছে', যোগ করেন মন্ত্রী। 

ইন্দোনেশিয়া ছাড়াও কম্বোডিয়ায় মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক গৃহকর্মী রয়েছে সেখানে। 

'কম্বোডিয়ার সঙ্গে মালয়েশিয়ার মুসলিম গৃহকর্মী আনার চুক্তি এখনো আমি চূড়ান্ত করিনি', জানান মন্ত্রী।

লেখক: মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিক

Comments