বিদেশি কর্মী নিয়োগের নিয়ম শিথিল করল মালয়েশিয়া

বিদেশি কর্মী নিয়োগের নিয়ম শিথিল করেছে মালয়েশিয়া সরকার। তবে শিথিল করা শর্ত ৫টি খাতে সীমাবদ্ধ থাকবে।
ছবি: সংগৃহীত

বিদেশি কর্মী নিয়োগের নিয়ম শিথিল করেছে মালয়েশিয়া সরকার। তবে শিথিল করা শর্ত ৫টি খাতে সীমাবদ্ধ থাকবে।

এগুলো হলো-উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি, খাদ্য ও পানীয় খাত।

মালয়েশিয়া সরকারের মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেছেন, 'এই সেক্টরের নিয়োগকর্তারা মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য আবেদন করতে পারেন।'

তিনি জানান, আবেদন পাওয়ার পর মানবসম্পদ মন্ত্রণালয় ৩ কার্যদিবসের মধ্যে আবেদন প্রক্রিয়াকরণ ও অনুমোদন করবে। 

তবে, এ ক্ষেত্রে আর মাই ফিউচারজব পোর্টালে চাকরির শূন্য পদের বিজ্ঞাপন দিতে হবে না।

১৭ জানুয়ারির আগে নিয়োগকর্তার এফডব্লিউই অনুমোদন এবং ই কোটা মডিউলের মাধ্যমে যারা আবেদন করেছেন, আজ মঙ্গলবার এক বিবৃতিতে মানবসম্পদ মন্ত্রী তাদের নতুন করে আবেদন জমা দেওয়ার অনুরোধ করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে ০৩-৮৮৮৫ ২৯৩৯/২৯৪০ নম্বরে মন্ত্রণালয়ের অভিবাসী কর্মী ব্যবস্থাপনা বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, মালয়েশিয়া সরকার বিদেশি জনশক্তির জন্য বিভিন্ন সেক্টরের চাহিদা পূরণের লক্ষ্যে একটি 'বিশেষ পরিকল্পনা' তৈরি করবে।

এর ফলে নিয়োগকর্তারা কোটা বা কর্মসংস্থানের পূর্বশর্ত পূরণ না করেই তাদের সামর্থ্য ও চাহিদার ভিত্তিতে ১৫টি দেশ থেকে বিদেশি কর্মী আনতে পারবেন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago