মৃত প্রবাসীর সন্তানের পাশে চট্টগ্রাম সমিতি কাতার

ক্যান্সারে মারা যাওয়া কাতারপ্রবাসী মো. ইস্কান্দার আলীর দুই শিশু সন্তানের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম সমিতি কাতার।
সম্প্রতি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়ার প্রয়াত প্রবাসীর বাড়িতে সংগঠনের পক্ষ থেকে এফডিআরের জন্য এক লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।
মো. ইস্কান্দার আলীর দুই শিশু সন্তান সিয়াম ও মাহিরের উপস্থিতিতে সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মৃতের পরিবারের হাতে এই চেক তুলে দেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগ নেতা আরিফুল আলম, পূর্ব গুজরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি কবি মহিউদ্দিন ইমন ও সহ-সভাপতি আহমেদ ছৈয়দ, প্রিয় কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, এসএম ইউসুফ উদ্দিন, নুর আলম ও মো. সোহেল রানা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, 'কাতারে বসবাসরত চট্টগ্রামের সুবিধা-বঞ্চিত, কর্মহীন, নিঃস্ব ও রোগাক্রান্ত প্রবাসীদের কল্যাণে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সমিতি কাতার।'
মো. ইস্কান্দার আলীর পরিবারসহ উপস্থিত সবাই প্রবাসীর দুই শিশুর পড়ালেখার খরচ চালাতে এই অনুদানের জন্য চট্টগ্রাম সমিতি কাতারকে কৃতজ্ঞতা জানান।
ক্যান্সারে আক্রান্ত মো. ইস্কান্দার আলী গত মাসে কাতারে মারা যান এবং চট্টগ্রাম সমিতি কাতারের সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো হয়।
Comments