ঢাকা ফিরেছে বিমানের ‘সম্মান রক্ষার’ ঢাকা-টরেন্টো ফ্লাইট

ফ্লাইটটি আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'সম্মান রক্ষার' ঢাকা-টরেন্টো ফ্লাইটটি আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে বাংলাদেশের উদেদেশে ছেড়ে আসে বিজি৩০৬ ফ্লাইটটি।

অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার 'সোনার তরী'র মাধ্যমে এই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালিত হয়।

বিশ্বের অন্যতম দীর্ঘ এ রুটে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও মুজিববর্ষে যাত্রা করে বিমানের পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট বিজি৩০৫। একটানা ১৮ ঘণ্টা ৩৫ মিনিট উড্ডয়ন করে ফ্লাইটটি ২৭ মার্চ তুষারবৃষ্টির মধ্যে সফলভাবে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বৈমানিকগণের মতে, বিশ্বের দ্বিতীয় আলট্রা লং রেঞ্জ ফ্লাইট এটি।

Comments

The Daily Star  | English

Pvt sector sidelined in tariff talks

Business leaders and trade experts have expressed frustration over the government’s handling of negotiations with the United States on punitive tariffs, warning that poor preparation, lack of transparency, and minimal private-sector involvement have left Bangladesh vulnerable in its most crucial export market.

8h ago