বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারে নীতিমালা চায় সংসদীয় কমিটি

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার সংক্রান্ত নীতিমালা চায় সংসদীয় কমিটি। এ লক্ষ্যে খসড়া নীতিমালা তৈরি করতে একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।
ফাইল ছবি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার সংক্রান্ত নীতিমালা চায় সংসদীয় কমিটি। এ লক্ষ্যে খসড়া নীতিমালা তৈরি করতে একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

ভিআইপি লাউঞ্জ ব্যবস্থার সংক্রান্ত সরকারের পরিপত্রগুলো একত্রিত করে উপ-কমিটিতে এ নীতিমালা তৈরি করতে বলা হয়েছে।

আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য তানভীর ইমামকে আহ্বায়ক করে এই উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল ২০২২ আরও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে কমিটি।

বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কক্সবাজার ও সিলেট বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শনের সুপারিশ করা হয়।

Comments

The Daily Star  | English

3 cases filed against Milton Samadder; DB to seek 7-day remand

Three cases have been filed against Milton Samadder, founder of Child and Old Age Care, over various charges, including fraudulence

9m ago