মে থেকে শাহজালালে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য আগামী ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বেবিচক এখন বলছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাস থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।
ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য আগামী ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বেবিচক এখন বলছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাস থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।

শাহজালালে গত ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ আছে। তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য বেবিচক এ সিদ্ধান্ত নেয়।

রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় সময়সূচি পরিবর্তন করে সব ফ্লাইট দিনে আনা হয়। এতে বিমানবন্দরে যাত্রী ব্যবস্থাপনায় চাপ বাড়ে। ট্রলিসংকট, চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, বোর্ডিং ব্রিজসহ বিমানবন্দরের সব জায়গায় যাত্রীদের ভোগান্তি ও হয়রানিতে পড়তে হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, 'পরিকল্পনা ছিল জুনের মধ্যে কাজ শেষ করার। এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার পর রাতেও রানওয়ে ব্যবহার করতে পারব।'

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সময়সূচি অনুযায়ীই হচ্ছে। হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তৃতীয় টার্মিনাল উদ্বোধন হলে বিমানবন্দরের একমাত্র রানওয়েটিতে অনেক উড়োজাহাজ আসবে। তাই উড়োজাহাজ যেন দ্রুত রানওয়ে থেকে বেরিয়ে আসতে পারে, এ জন্য দুটি অতিরিক্ত হাইস্পিড ট্যাক্সিওয়ের তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

51m ago