যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড’

ক্যালিফর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও আর্থ-সামাজিক দর্শন বিশ্বের কাছে পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফর্নিয়া শাখা এবং ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া বার্কলির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

গত ২১ আগস্ট সই করা চুক্তি অনুযায়ী এই প্রথম আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

ক্যালিফর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

ক্যালিফর্নিয়া বঙ্গবন্ধু পরিষদ গত ২৩ আগস্ট এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

চুক্তি অনুযায়ী বার্কলি ফাউন্ডেশনকে প্রতি বছর ২০ হাজার ডলার অনুদান দেবে বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফর্নিয়া শাখা। বার্কলির সাউথ এশিয়া স্টাডিজ বিভাগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টি, মাস্টার্স, পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ওপর গবেষণার আবেদন করতে পারবেন। বার্কলির গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে। গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফর্নিয়া শাখার দেওয়া অনুদান থেকে প্রদান করা হবে।

ক্যালিফর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বার্কলি কর্তৃপক্ষ গবেষকদের 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ডে' ভূষিত করবেন। সংক্ষেপে এই অ্যাওয়ার্ড সারা বিশ্বে 'বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড' নামে পরিচিত হবে। প্রতি বছর সাউথ এশিয়া স্টাডিজের প্রকাশনায় সেগুলো প্রকাশিত হবে।

বঙ্গবন্ধু পরিষদের পক্ষে চুক্তিটি সই করেন ক্যালিফর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ। ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া বার্কলির পক্ষে সই করেন ভাইস চ্যান্সেলর (গবেষণা) র‌্যান্ডি এইচ ক্যাটজ, বার্কলি ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ন্যান্সি লুবিচ ম্যাককিনি ও ইনস্টিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজের অন্তর্বর্তীকালীন পরিচালক সুগাতা রায়।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

1h ago