সিডনিতে ‘গ্র্যান্ড ঈদ বাজার’ কাল

অস্ট্রেলিয়ার বাণিজ্যনগরী নগরী সিডনিতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিডনি গ্র্যান্ড ঈদ বাজার।’
‘গ্র্যান্ড ঈদ বাজার’র ৪ উদ্যোক্তা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বাণিজ্যনগরী নগরী সিডনিতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সিডনি গ্র্যান্ড ঈদ বাজার।'

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্যাশন ডিজাইন অ্যাসোসিয়েশনের এই আয়োজনে বিভিন্ন বাংলাদেশি পণ্যের পাশাপাশি ইরান, ভারত, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের রকমারি পণ্য পাওয়া যাবে। থাকবে ঘর সাজানোর সামগ্রী, মেহেদি কর্নার ও খাবারের স্টল।

আয়োজকরা বলছেন, ব্যাংকসটাউন পেসওয়ে ফাংশন সেন্টারের দ্য গ্র্যান্ড ভদিভিল মিলনায়তনে শনিবার সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই ঈদ বাজার।

এই ঈদ বাজারের আয়োজক অস্ট্রেলিয়া প্রবাসী ৪ জন বাংলাদেশি নারী উদ্যোক্তা। তারা হলেন তাম্মি পারভেজ, সাজেদা আক্তার সানজিদা, তাফতুন নাঈম নিতু ও নাহিদা সুলতানা।

এ ব্যাপারে তাম্মি পারভেজ বলেন, 'আমরা এবার যে ভেন্যুটিতে ঈদ বাজারের আয়োজন করেছি তা পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। পাশাপাশি এখানে রয়েছে ৩০০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।'

ঈদুল আজহাকে কেন্দ্র করে গ্র্যান্ড সিডনি ঈদ বাজার অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Comments