সিডনিতে বড়দিনের উৎসব

সিডনিতে বড়দিনের উৎসব। ছবি: মাসুদ নিজামি

বড়দিন উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে 'ফেস্টিভ অস্ট্রেলিয়া নেটওয়ার্ক'র আয়োজনে হয়ে গেল নেবারহুড ক্রিসমাস উৎসব। 

গত ২২ ডিসেম্বর মার্সডেন পার্ক নেবারহুড সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবে প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ, ঐক্য এবং ক্রিসমাসের চেতনায় ভরা একটি দিন উদযাপনের জন্য একত্রিত হয়েছিলেন। আয়োজনটি ছিল বৈচিত্র্য, সৃজনশীলতা এবং সম্প্রদায়ের সংযোগে প্রাণবন্ত। 

ক্রিস্টমাসের এই উৎসবে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় সিটি কাউন্সিলর এলিজা টুম্পা, ফাদার ভিনসেন্ট রোজারিও, ফাদার ক্লিফোর্ড ডি সুজা ও ফাদার জেরোম ডি রোজারিও। 

বক্তারা ফেস্টিভ অস্ট্রেলিয়া নেটওয়ার্কের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, প্রবাসে এমন আয়োজন আমাদের সম্প্রীতি বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মকে কমিউনিটির শুদ্ধ ধারার কাজে অনুপ্রাণিত করে। 

আলোচনা পর্বটি উপস্থাপনা করেন শামশাদ জাহান।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের লাইভ মিউজিক। এ ছাড়াও, ছিল দেশিয় হস্তশিল্পের স্টল। উপস্থিত শিশুদের জন্য ফেস পেইন্টিং এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন। ছিল পারিবারিক ফটোশুট এবং দেশিয় মুখরোচক খাবারের সম্ভার। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নেবারহুড ক্রিসমাস ফেয়ার-২০২৪ শুধু ছুটির দিনের উল্লাসই নিয়ে আসেনি বরং স্থানীয় প্রতিভা বিকাশ এবং ব্যবসাকেও সমর্থন করেছে। সম্প্রদায়ের শক্তি এবং চেতনা বিকাশের সুযোগ করে দিয়েছে। ফেস্টিভ অস্ট্রেলিয়া নেটওয়ার্ক সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপন এবং আমাদের মূল্যবোধগুলোকে চলমান রাখার জন্য ভবিষ্যতে আরও ইভেন্ট আয়োজন করা হবে।  

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

15m ago