সিডনিতে শারদীয় উৎসব উদযাপন

দুর্গাপূজা। ফাইল ছবি

প্রতি বছর বিপুল আয়োজনে সিডনিতে উদযাপিত হয় শারদীয় উৎসব। কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় উৎসবের প্রস্তুতি। এ বছর করোনা মহামারির জন্যে সরকারি বিধিনিষেধ থাকায় হিন্দু ধর্মাবলম্বীরা সীমিত পরিসরে আয়োজন করেছিলেন দুর্গাপূজা।

প্রতি বছরের মতো এবারও সিডনির সর্ববৃহৎ শারদীয় উৎসব আয়োজন করেছিল বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার। করোনা বিধিনিষেধের মধ্যেও তাদের আয়োজনটিই উল্লেখযোগ্য ছিল। তারা পূজা করেছে ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে।

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন 'শঙ্খনাদ' পূজা করেছে ইঙ্গেলবার্ন গ্রেগ পার্সিভাল হলে। ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের পূজার আয়োজনেও ছিল অনেক দর্শনার্থী। নবরূপা সংগঠনের পূজার আয়োজন ছিল কোগড়ায়।

এ ছাড়া দাসবাড়ি, আগমনীসহ সিডনির কয়েকটি সংগঠন ছোট পরিসরে পূজার আয়োজন করেছিল। সিডনির বেশ কয়েকটি হিন্দু পরিবার ব্যক্তিগত উদ্যোগে পারিবারিকভাবেও উদযাপন করেছে দুর্গোৎসব।

প্রতি বছরের মতো এবারও পূজা মণ্ডপগুলোয় অন্যান্য ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কয়েকটি পূজা উৎসবের আয়োজক কালো ব্যাজ ধারণ করেছিলেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

How Bangladesh can absorb tariff shock

New US tariffs challenge RMG sector, but global competitive edge holds

3h ago