সিলেটের বন্যার্তদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসীরা

সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার দেগু শহরের বাংলাদেশি ও বিদেশি মুসলিম কমিউনিটির প্রবাসীরা।
ছবি: সংগৃহীত

সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার দেগু শহরের বাংলাদেশি ও বিদেশি মুসলিম কমিউনিটির প্রবাসীরা।

আজ শনিবার সিলেটের ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নে দিনব্যাপী প্রায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় তাদের পক্ষ থেকে।

রাংপানি ক্যাপ্টেন রশীদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রাণ বিতরণের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বশিরুল ইসলাম। দ্বিতীয় পর্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ।  

জৈন্তাপুর ভূমি অফিসের সহকারী কমিশনার রিপা মনি দেবী, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, রাংপানি ক্যাপ্টেন রশীদ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনির হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Comments