স্পেনে শারদীয় দুর্গোৎসবে প্রবাসীদের মিলনমেলা

মাদ্রিদে শারদীয় দুর্গোৎসব উদযাপন। ছবি: সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উদযাপিত হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে পৃথক ২টি অস্থায়ী পূজামণ্ডপে ৫ দিনব্যাপী এ দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের অনেক প্রবাসী অংশ নিয়েছেন।

এবার দুর্গাপূজা উপলক্ষে লাভাপিয়েসের পাশে খেসুস-ই মারিয়া রোডে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে ও কায়ে লাফে রোডে ২টি হলে ২টি পৃথক পূজামণ্ডপ করা হয়।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ পূজামণ্ডপ আরাধনার পাশাপাশি ছিল মিলনমেলার ক্ষেত্রও। আরও ২টি স্থানে অস্থায়ী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেন মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়।

মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী উৎসবমুখর পরিবেশে প্রবাসে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

১৪ অক্টোবর বিকেলে পূজামণ্ডপ পরিদর্শন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। পরিদর্শনকালে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, 'বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকায় এ বছর পূজামণ্ডপের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।'

সেসময় তার সঙ্গে ছিলেন দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এসআরআইএস রবিন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, তোতা কাজী, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান প্রমুখ।

স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী সঞ্জয় ভর্মাও ১৩ অক্টোবর সকালে মাদ্রিদের সবচেয়ে বড় সার্বজনীন দুর্গাপূজা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, 'দশমীই মূলত দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। তবে দেবী দুর্গার বিদায় অর্থাৎ স্বামীগৃহে গমনের ৫ দিন পরেই লক্ষ্মীপূজার মধ্য দিয়ে আবার পিতৃগৃহে ফিরে আসবেন। মানুষের মনের আসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য।'

বাংলাদেশি কমিউনিটির নেতা ও সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজনের প্রশংসা করেন ভারতের রাষ্ট্রদূত।

সেসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, উত্তম মিত্র, মান্না চক্রবর্তী, শ্যামল তালুকদার, গৌরিক প্রভাত চক্রবর্তী, শ্যামল দেব নাথ, শংকর রায়, আপন মণ্ডল, সুমন শীল, শংকর পোদ্দার, জুয়েল বদ্ধ, জয় সাহা ও দিলীপ সূত্র ধর উপস্থিত ছিলেন।

মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী জানান, দেশের মতো আনন্দঘন পরিবেশ না থাকলেও এখানে নিজেদের মধ্যেই এ উৎসবকে ভাগাভাগি করে নেওয়া হয়েছে।

পূজা উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন।

কবির আল মাহমুদ: স্পেন-প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

US-China tariff war punishes Bangladesh

Bangladesh is one of those nations that face pressure from Washington to decouple their manufacturing industries from Chinese suppliers, according to officials familiar with trade negotiations.

12h ago