হুন্দাইয়ের আয়নিক ৬, থাকছে যেসব সুবিধা

ছবি: দ্য ভার্জ

বহুল প্রত্যাশিত অল-ইলেক্ট্রিক সেডান 'দ্য আয়নিক ৬'-এর ডিজাইন প্রকাশ করেছে হুন্দাই মোটর কোম্পানি। 

দক্ষিণ কোরিয়ার এই প্রস্তুতকারক কোম্পানি আপাতত আয়নিক ৬-এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যের চেয়ে ডিজাইন প্রদর্শনের বিষয়ে বেশি মনোযোগ দিয়েছে। যে কারণে এর ব্যাটারির আকার বা রেঞ্জ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। 

অটোমোবাইলটি 'ইলেকট্রিক গ্লোবাল মডুলার প্ল্যাটফর্ম (ই-জিএমপি)'- এ নির্মিত। যা একবার চার্জ দিলে ৩১৫ মাইল পর্যন্ত চলতে পারবে।

ছবি: দ্য ভার্জ

আয়নিক ৬-এর অভ্যন্তরে রয়েছে কয়েকটি আলাদা টাচস্ক্রিন। এ ছাড়া রয়েছে একটি ১২-ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং একটি ১২-ইঞ্চি ডিজিটাল ক্লাস্টার। কিন্তু গাড়িটি চালানোর সময় প্রাত্যাহিক ব্যবহৃত অডিও বা তাপমাত্রা নিয়ন্ত্রণের ফিচারগুলোর ক্ষেত্রে হুন্দাই ম্যানুয়াল বোতাম ব্যবহার করেছে। 

হুন্দাইয়ের ডিজাইন প্রধান স্যাঙ্গুপ লি টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট আরস টেকনিকাকে বলেন, 'যখন গাড়িটি স্থির অবস্থায় থাকে তখন টাচস্ক্রিনটি দুর্দান্ত, কিন্তু আপনি যখন নড়াচড়া করছেন, তখন টাচস্ক্রিন বিপজ্জনক হতে পারে। তাই আমাদের জন্য, নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ে হার্ডওয়্যার ব্যবহার করি। নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়ের ক্ষেত্রে টাচ ইন্টারফেস ব্যবহার করি।' 

ছবি: দ্য ভার্জ

ইন্টেরিয়রের অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে স্টিয়ারিং হুইলে লাইট যা গাড়িটি চার্জ হচ্ছে বা ভয়েস কমান্ড শুনছে কি না তা নির্দেশ করে। এ ছাড়া রয়েছে ৬৪টি রঙের আলো দিয়ে কেবিনটি আলোকিত করার ক্ষমতা, একটি সম্পূর্ণ সমতল মেঝে এবং পা ছড়িয়ে বসার জন্য 'অপ্টিমাইজড লেগরুম'। 

গত বছরের অল-ইলেকট্রিক এসইউভি ক্রসওভার আয়নিক-৫ যদি ৭০-এর দশকের ডিজাইন দেখে অনুপ্রাণিত হয়ে থাকে। তবে বিবিসির টপ গিয়ার ওয়েবসাইট দাবি, নতুন এই আয়নিক ৬ হচ্ছে ১৯২০ এবং ১৯৩০-এর স্টিমলাইনড বাহন যেমন: 'স্টাউট স্কারাব' ধরনের গাড়ির মডেল থেকে অনুপ্রাণিত।

অন্যদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের ইলেক্ট্রিক ভেহিকেলের মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে। যার ফলে টেসলার সিইও ইলন মাস্কও সেদিকে মনোযোগ দিতে বাধ্য হয়েছেন।

কিন্তু, আয়নিক-৬-এর দাম কত হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সঠিক বিবরণ নেই। তবে আরস টেকনিকার রিপোর্ট অনুযায়ী, এর মূল্যে আয়নিক ৫ থেকে কম হবে বলে আশা করা হচ্ছে। 

 

গ্রন্থনা: আহমেদ বিন কাদের অনি

 

Comments

The Daily Star  | English
Hasnat Abdullah calls for rally to ban Awami League

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago