ই-সিম থেকে বাধা তুলল এনবিআর

ই-সিমের ওপর ট্যাক্স চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে ই-সিম বিক্রিতে মোবাইল অপারেটরদের আর কোনো বাধা থাকল না।

ই-সিমের ওপর ট্যাক্স চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে ই-সিম বিক্রিতে মোবাইল অপারেটরদের আর কোনো বাধা থাকল না।

এনবিআর প্রত্যেক ই-সিমে ২০০ টাকা ট্যাক্স চূড়ান্ত করেছে। গত ২১ এপ্রিল মোবাইল ফোন অপারেটরদের চিঠি দিয়ে ট্যাক্স নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। সাধারণ সিমে একই পরিমাণ ট্যাক্স দিতে হয়।

এর আগে গত ৭ মার্চ বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন বাজারে ই-সিম ছাড়ার ঘোষণা দিয়েছিল। তবে ট্যাক্স চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিষয়টি আটকে দেয়। কমিশন এটাও জানায় যে, গ্রামীণফোন ই-সিমের ব্যাপারে কোনো পূর্বানুমতি নেয়নি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পেলে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, এ ধরনের সেবা চালু করার অনুমতি দিতে আমাদের নীতিগত কোনো বাধা নেই। কিন্তু অনুমতি ছাড়া কোনো অপারেটর এটা করতে পারে না। এ কারণে আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

তবে গ্রামীণফোনের সূত্রগুলো বলছে, এই সেবা চালু করতে তারা আগেই অনুমতি নিয়েছে।

প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, আগামীকাল (সোমবার) থেকে গ্রাহকরা ই-সিম কিনতে পারবেন।

গত ৭ এপ্রিল বিটিআরসি বলেছিল, এনবিআর এর সবুজ সংকেত পেলে গ্রামীণফোন ই-সিম সেবা চালু করতে পারবে।

ই-সিমের পূর্ণ রূপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। মুঠোফোনে সচরাচর যে প্লাস্টিকের সিমকার্ড ব্যবহার করা হয়, তা খুব সহজেই খোলা ও পরিবর্তন করা যায়। কিন্তু ই-সিম ছোট আকৃতির এমন চিপ, যা মাদারবোর্ডে সরাসরি যুক্ত থাকে।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago