প্রথম বাংলা লেখার সফটওয়্যারের জনক সাইফুদ্দাহার শহীদ মারা গেছেন

সাইফুদ্দাহার শহীদ। ছবি: সংগৃহীত

কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার 'শহীদলিপি'র নির্মাতা সাইফুদ্দাহার শহীদ মারা গেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি আলঝেইমার এবং অন্যান্য জটিলতায় ভুগছিলেন।

কম্পিউটারে বাংলা লিখতে 'বিজয়' কিবোর্ডের আগেই ১৯৮৫ সালে 'শহীদলিপি' তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ। এটি করা হয়েছিল ম্যাকিনটোশ কম্পিউটারে ব্যবহারের জন্য।

'শহীদলিপি' ব্যবহার করে তারকালোক এবং দৈনিক আজাদসহ বেশ কিছু পত্রিকা প্রকাশিত হয়েছিল।

সাইফুদ্দাহার শহীদ বাংলাদেশ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। ঢাকায় ন্যাশনাল কম্পিউটার নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেখানেই  'শহীদলিপি' তৈরি হয়।

৯০ এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইফুদ্দাহার শহীদ।

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

11h ago