খেলাপি ঋণের ক্ষেত্রে নিয়ম শিথিলে পর্যালোচনা করবে বাংলাদেশ ব্যাংক

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের ক্ষেত্রে নিয়ম শিথিলের বিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রস্তাব পর্যালোচনা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের ক্ষেত্রে নিয়ম শিথিলের বিষয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রস্তাব পর্যালোচনা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা এফবিসিসিআই কেন্দ্রীয় ব্যাংকের কাছে গত ৩১ মে খেলাপি ঋণের ক্ষেত্রে নিয়ম শিথিলের বিষয়টি পুনর্বহালের দাবি জানান। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নানা অসুবিধার কারণে এই দাবি করা হয়েছে। 

সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে অন্যান্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের মতামত নিয়েছে।

তিনি বলেন, 'ব্যাংকার এবং ব্যবসায়ীদের মতামত যাচাই করে আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি ব্যাংকের দুই ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান দেখে মনে হচ্ছে তারা ব্যবসায়িকদের আরও কিছুদিন ঋণ শিথিলের সুবিধা উপভোগ করতে দেবে।

তারা জানিয়েছেন, বেশিরভাগ ব্যাংক এফবিসিসিআইয়ের প্রস্তাবের বিরোধিতা করেছে। তার কারণ বাংলাদেশ ব্যাংক আবারও এই ধরনের পদক্ষেপ নিলে ব্যাংকগুলোতে মারাত্মক প্রভাব পড়বে। যারা ইতোমধ্যে বিভিন্ন সংকটের মধ্য আছে।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে ঋণগ্রহীতাদের স্থগিত সুবিধা দিয়েছিল। এরপর ২০২১ সালে প্রদেয় তাদের মোট কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করে ডিফল্ট জোন এড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল।  

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ফোরাম অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ-এর চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, 'এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে।'

এ বিষয়ে জানতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

Comments