চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু মঙ্গলবার

দেশে-বিদেশে দেশি পণ্যের প্রসারে বন্দর নগরীতে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রোববার সিসিসিআই মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: সংগৃহীত

দেশে-বিদেশে দেশি পণ্যের প্রসারে বন্দর নগরীতে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রেলওয়ে পোলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন।

এবারের মেলাকে প্রাইম ও জেনারেল জোনে ভাগ করা হবে। মেলায় প্লাস্টিক, আসবাবপত্র, চামড়া ও পাট পণ্য, তৈরি পোশাক, হস্তশিল্প, ব্যাংক ও কৃষিপণ্যের ৩১০টিরও বেশি কোম্পানি অংশ নেবে বলে সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম আজ রোববার সিসিসিআই মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানান।

তিনি বলেন, এই মেলায় ১৭টি প্যাভিলিয়ন, ৯৯টি প্রিমিয়ার স্টল, ৯৯টি গোল্ড প্যাভিলিয়ন, ৪৮টি মেগা স্টল এবং ১৪টি খাবারের স্টলসহ ৩৭০টি স্টল থাকবে। যেখানে ভারত, থাইল্যান্ড ও ইরানের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হবেন।

স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও স্থানীয়ভাবে তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মাহবুবুল আলম।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago