বাংলাদেশকে ২০ শতাংশ বেশি বিদ্যুৎ দেবে ভারত

বাংলাদেশকে আরও ৫ বছরের জন্য ২০ শতাংশ বেশি বিদ্যুৎ দেবে ভারত। নবায়নকৃত চুক্তির অধীনে এটি দেওয়া হবে।
ফাইল ফটো

বাংলাদেশকে আরও ৫ বছরের জন্য ২০ শতাংশ বেশি বিদ্যুৎ দেবে ভারত। নবায়নকৃত চুক্তির অধীনে এটি দেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন লিমিটেড (টিএসইসিএল) বাংলাদেশে ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, যা আগে ১৬০ মেগাওয়াট সরবরাহ করা হতো। 

ভারত ও বাংলাদেশ ২০১০ সালের ১১ জানুয়ারি বিদ্যুৎ বাণিজ্যের জন্য একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছিল। কর্মকর্তারা জানান, চুক্তিটির মেয়াদ ২০২১ সালের ১৬ মার্চ শেষ হয়ে যায়।

গত ২ ডিসেম্বর ঢাকায় নবায়নকৃত চুক্তিতে ভারতের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেছেন টিএসইসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএস কেলে এবং এনটিপিসি বিদ্যুৎ ভ্যাপার নিগম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রবীণ সাক্সেনা। সেসময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক।

কর্মকর্তারা জানান, চুক্তিটি ২০২১ সালের ১৭ মার্চ থেকে কার্যকর হয়েছে এবং ২০২৬ সালের ১৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

অংশীদারদের মধ্যে ৪টি বৈঠকের পর চুক্তির নতুন শর্তাবলি চূড়ান্ত করা হয়েছে বলে জানান তারা।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

9h ago