মূল্যস্ফীতির লক্ষ্য ৫.৬ শতাংশ

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২০২২-২৩ অর্থবছরে মুদ্রাস্ফীতির হার শতকরা ৫ দশমিক ৬ শতাংশের লক্ষ্য সরকারের।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ লক্ষ্যমাত্রার কথা জানান।

চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতির হার প্রাথমিকভাবে ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছিল। পরে সরকার তা সংশোধন করে ৫ দশমিক ৮ শতাংশ করে।

অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের মূল কৌশল হবে বিদ্যমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বাড়ানো।

তিনি আরও জানান, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রণোদনা কার্যক্রমসহ খাতভিত্তিক বাজেট বরাদ্দ নির্ধারণ করেছে।

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

3h ago