মেডিটেশনে ভ্যাট আরোপ

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী অর্থবছরের বাজেটে মেডিটেশনের ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন।

এর আগের বছরগুলোর বাজেটে মেডিটেশন সেবাকে মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী উল্লেখ করে মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল।

করোনা মহামারি চলাকালে ২০২০-২১ অর্থবছরেও মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছিল।

সে বছর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, 'বৈশ্বিক এ দুর্যোগকালে জনগণের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখার স্বার্থে মেডিটেশন সেবাকে মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল।'

তবে আজ অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনার সময় এই অব্যাহতি তুলে দেওয়ার প্রস্তাব করেন।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

4h ago