হেলিকপ্টারের যন্ত্রাংশ আমদানিতে কর কমলো

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার ও উড়োজাহাজের ইঞ্জিনে ব্যবহৃত স্পার্কিং প্লাগের কাস্টমস ডিউটি ১০ শতাংশের পরিবর্তে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া উড়োজাহাজে ব্যবহৃত নতুন নিউমেটিক টায়ার, রাবারের কাস্টমস ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

9h ago