আফগানিস্তানে ৩ দিনে অন্তত ২৭ শিশু নিহত: ইউনিসেফ

আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে তিন দিনে কমপক্ষে ২৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আফগান শিশুরা কাবুলের উপকণ্ঠে আশ্রয়কেন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে। ৩ ফেব্রুয়ারি, ২০২১। ছবি: রয়টার্স

আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে তিন দিনে কমপক্ষে ২৭ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে তারা হতবাক।

বিবিসি জানায়, বিদেশি সেনা প্রত্যাহারের পর শুক্রবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয়টি আঞ্চলিক রাজধানীর দখল নিয়ে তালেবানরা সারা দেশে বড় ধরনের অগ্রগতি করছে। তারা যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে।

গত এক মাসে এই সংঘর্ষের ফলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, শিশুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা 'দিন দিন বাড়ছে'।

ইউনিসেফ জানিয়েছে, কান্দাহার, খোস্ত এবং পাকটিয়া- এই তিনটি প্রদেশজুড়ে ২৭ শিশুর প্রাণহানির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। গত তিন দিনে এসব এলাকায় প্রায় আরও ১৩৬ শিশু আহত হয়েছে।

ইউনিসেফ আফগানিস্তানের সামান্থা মর্ট বিবিসিকে বলেন, দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি আফগানিস্তান। তবে, সাম্প্রতিক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ইউনিসেফ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Mercury hits 42.7°C in Chuadanga, season's highest

Chuadanga today recorded the highest temperature of this season at 42.7 degree Celsius

21m ago