বিশ্বের ৪১তম বড় অর্থনীতি বাংলাদেশের: আইএমএফ

imf_report_17jul22.jpg
ছবি: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের সৌজন্যে

বাংলাদেশ ৩৯৭ বিলিয়ন ডলার জিডিপি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ৪১তম অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৈরি এই তালিকায় বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে শুধু ভারত ও বাংলাদেশ রয়েছে।

গত ১২ জুলাই ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট প্রকাশিত আইএমএফের পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতিবেশি দেশ ভারত বিশ্ব অর্থনীতিতে ষষ্ঠ স্থান দখলে রেখেছে।

তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। দেশ ৩টির জিডিপি যথাক্রমে ২৫ দশমিক ৩, ১৯ দশমিক ৯ ও ৪ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া, ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে চতুর্থ অবস্থানে জার্মানি, ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার নিয়ে পঞ্চম অবস্থানে যুক্তরাজ্য, ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ অবস্থানে ভারত, ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে সপ্তম অবস্থানে ফ্রান্স, ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার নিয়ে অষ্টম অবস্থানে কানাডা, ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার নিয়ে নবম অবস্থানে ইতালি এবং ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে দশম অবস্থানে রয়েছে ব্রাজিল।

মোট ১৯১টি দেশ নিয়ে তৈরি আইএমএফের এই তালিকায় সর্বশেষ নামটি হচ্ছে টুভালু। ৬৬ মিলিয়ন ডলার জিডিপি নিয়ে দেশটির ১৯১তম অবস্থানে রয়েছে।

আইএমএফ ধারণা করছে, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতির আকার হবে ১০৪ ট্রিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English

US-China tariff war punishes Bangladesh

Bangladesh is one of those nations that face pressure from Washington to decouple their manufacturing industries from Chinese suppliers, according to officials familiar with trade negotiations.

12h ago