অস্ত্রবিরোধীদের পক্ষে দাঁড়ান: বাইডেন

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহতের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্রবিরোধী কংগ্রেস সদস্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
টেক্সাসের স্কুলে নিহত শিশুদের স্মরণে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। ছবি: রয়টার্স

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহতের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্রবিরোধী কংগ্রেস সদস্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার টেলিভিশন ভাষণে তিনি বলেন, 'এ ধরনের ঘটনায় আমি যারপরনাই বিরক্ত। আমাদের কিছু একটা করতে হবে।'

বার্তা সংস্থা রয়টার্স'র প্রতিবেদনে বলা হয়, তবে বাইডেন কী করতে চাচ্ছেন তা ভাষণে উল্লেখ করেননি। তিনি কংগ্রেসে ভোটের ব্যবস্থা করবেন কি না বা এ বিষয়ে তার নীতি কী হবে, তা পরিষ্কার করেননি।

১৯৯৪ সালে বাইডেন যখন সিনেটর ছিলেন তখন ১০ বছরের জন্য আগ্নেয়াস্ত্র বন্ধের পক্ষে উদ্যোগ নিয়েছিলেন। সিনেটে প্রস্তাবটি ৫২-৪৮ ভোটে পাস হয়েছিল। কিন্তু ১০ বছর পর সিনেট সেই আইনটি নবায়ন করেনি।

সেই প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, 'আমরা যখন আগ্নেয়াস্ত্র রাখায় নিষেধাজ্ঞা দিয়েছিলাম তখন এমন গুলির ঘটনা কমে গিয়েছিল। কিন্তু, আইনটি বাতিল হয়ে যাওয়ার পর তা ৩ গুণ বেড়ে গেছে।'

আবেগ জড়ানো কণ্ঠে তিনি বলেন, 'টেক্সাসে নিহত শিশুরা আর বিছানায় লাফালাফি করবে না। তাদের মা-বাবাকে জড়িয়ে ধরবে না।'

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ২ শিক্ষকও নিহত হয়েছেন।

Comments