বেসরকারি ব্যাংক, এনবিএফআই কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

বেসরকারি ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা তাদের নিয়োগ প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল এক সার্কুলারে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন বা অংশগ্রহণের ফি বাবদ বৈদেশিক মুদ্রা ছাড় থেকে বিরত থাকার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বাংলাদেশে কর্মরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে।

গত ১৮ মে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, তাদের কর্মকর্তা ও কর্মচারীরা জরুরি উদ্দেশ্য ছাড়া কোনো ধরনের বিদেশ সফর করতে পারবেন না।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে সরকার গত ১১ মে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলোতে আমদানি প্রয়োজন সেগুলো বাস্তবায়ন স্থগিত করে।

১৬ মে অর্থ বিভাগ জানায়, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রীয় মালিকানাধীন, আধা-সরকারি সংস্থা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

আমদানি বৃদ্ধির কারণে গত সপ্তাহে রিজার্ভ ৪১ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে। গত ৩১ ডিসেম্বর এটি ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।  

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

9h ago