স্বর্ণের দাম কমছে

gold bars
প্রতীকী ছবি। সংগৃহীত

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমার ফলে দেশের বাজারেও প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমানো হয়েছে। ফ‌লে দে‌শের বাজা‌রে প্রতি ভ‌রি ভা‌লোমা‌নের স্বর্ণের দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কাল বুধবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ বেচাকেনা করা হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬ হাজার ৫৬০ টাকা; ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬ হাজার ২৬০ টাকা; ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫ হাজার ৩৭০ টাকা ও সতানত পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪৪৭৫ টাকা।

এ ছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৩০ টাকা; ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১২৩ টাকা; ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১০৫ টাকা ও সতানত পদ্ধতির প্রতি গ্রাম রুপার মূল্য ৮০ টাকা।

Comments