স্বর্ণের দাম কমলো ভরিতে ২৯১৬ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। ভরিপ্রতি দাম কমেছে ২৯১৬ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। ভরিপ্রতি দাম কমেছে ২৯১৬ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেটের ৭৫ হাজার ৯৩২ টাকা, ১৮ ক্যারেটের ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৭ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকেই সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

গত ২১ মে সোনা ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকায় বিক্রি হয়েছিল। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারসহ অন্যান্য মুদ্রার দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস।

Comments