হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করল বিএসটিআই

পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে এ উদ্যোগ নিয়েছে মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠানটি।

পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়া শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। দেশীয় পণ্যের রপ্তানি সম্প্রসারণে এ উদ্যোগ নিয়েছে মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠানটি।

আজ সোমবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩টি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বিএসটিআই-এর মহাপরিচালক মো. নজরুল আনোয়ার বলেন, হালাল সংক্রান্ত ৩টি আন্তর্জাতিক মানকে বাংলাদেশ গ্রহণ করেছে। ওই মান অনুসরণ করে পণ্যের হালাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এই প্রক্রিয়ার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ ও মাদ্রাসা-ই-আলিয়া, কওমি মাদ্রাসার প্রতিনিধিদের রাখা হয়েছে। বিএসটিআই থেকে ব্যবসায়ীরা একটি পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সার্টিফিকেট পাবেন।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

47m ago