৮টি বাদে ‘সন্দেহজনক’ সব হিসাব খুলে দিলো নগদ

নগদ

সন্দেহজনক লেনদেনের অভিযোগে নগদ যেসব হিসাব সাময়িকভাবে বন্ধ করেছিল সেগুলোর মধ্যে ৮টি বাদে সবগুলো খুলে দিয়েছে।

যে ৮টি হিসাব এখনো বন্ধ রাখা হয়েছে তার মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপের প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার হিসাবও রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের অর্থ হাতিয়ে নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে। ব্লক থাকা অ্যাকাউন্টগুলোর তথ্য নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটি এসব কথা জানিয়েছে।

সন্দেহজনক লেনদেনের অভিযোগে নগদ দুই সপ্তাহ আগে প্রায় ১৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করেছিল। তখন থেকে এই গ্রাহকরা তাদের হিসাব থেকে টাকা তুলতে পারছিলেন না। নগদ তখন বলেছিল, অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব গ্রাহকের তথ্য দেওয়ার কথাও তখন জানানো হয়।

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

3h ago