চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন ২১ মে

ছবি: স্টার

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন। চলমান নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রযোজক শামসুল আলম বলেন, 'আমরা কয়েকঘণ্টা ধরে বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে প্রযোজক সমিতি।'

ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব  আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।

 

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

48m ago