দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে তুরঙ্গমী

তুরঙ্গমীর নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

'দেগুই কালারফুল ফেস্টিভ্যালে' অংশ নিতে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়।

কোরিয়া সরকারের আয়োজনে আগামী ৮-১১ জুলাই এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেলো বাংলাদেশ।

তুরঙ্গমীর নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উৎসবে নৃত্য পরিবেশন করতে পূজা সেনগুপ্তের নেতৃত্বে ১০ সদস্যের দল সিউল যাচ্ছে।

পূজা জানান, আগামী ৫ জুলাই দলটি ঢাকা ছাড়বে।

উৎসবে দলটির দুটি প্রযোজনা থাকছে। ১০ মিনিট দৈর্ঘ্যের 'পাঁচফোড়ন' ও ৫ মিনিটের 'নন্দিনী' দুটি পরিবেশনার ভাবনা, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago