জল ও নারীর সম্পর্ক নিয়ে পূজা সেনগুপ্তের ‘ওয়াটারনেস’

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে তৈরি তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের ‘ওয়াটারনেস’ নৃত্য-নাটক। 
পূজা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে তৈরি তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের 'ওয়াটারনেস' নৃত্য-নাটক। 

কাদম্বরী দেবীকে উৎসর্গ করা এই নাটকটি আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে। নাটকটি একসঙ্গে দেখবেন ৮টি দেশের রাষ্ট্রদূত।

তুরঙ্গমীর প্রদর্শনী। ছবি: সংগৃহীত

তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। 

পূজা সেনগুপ্ত জানান, 'জল ও নারীর সম্পর্ক নিয়ে একটি নীরিক্ষাধর্মী প্রযোজনা এটি। যা ১৮৯০ থেকে ১৯৪১ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকালের বিভিন্ন রচনা, লেখনী, সাহিত্য, চিঠি, গান, চিত্রকর্ম ও সৃজনশীল কর্মকাণ্ডকে অবলম্বন করে গড়ে উঠেছে। এ সময়ে কবিগুরুর জীবন ও ভাবনায় জল ও নদী গভীর ছাপ রেখেছিল। গবেষণার মাধ্যমে এই প্রযোজনা সংকলন করার চেষ্টা করেছি আমরা।'

পূজা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

'ওয়াটারনেসের' নৃত্য ও অভিনয়ে অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, ফারিয়া পারভেজ, লোপা অধিকারী, সাথিয়া ইসলাম, তাসনিয়া ইশা, অদৃজা সেনগুপ্ত, শাকিল আহমেদ, প্রান্তিক দেব প্রমুখ।

Comments