অন্য এক বাঁধনের দেখা

আজমেরী হক বাঁধন অভিনীত 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে গতকাল রোববার রাতে। সেখানে মুসকান জুবেরী চরিত্রে অন্যরকমভাবে দেখা দিলেন এই অভিনেত্রী।
আড়াই মিনিটের ট্রেলার জুড়ে ছড়িয়ে আছে রহস্য আর খুনের আভাস।
বাঁধন ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্তসহ অনেকেই।
সৃজিত মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজটি আগামী ১৩ আগস্ট ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে।
বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাস অবলম্বনে সিরিজটির চিত্রনাট্য রচিত হয়েছে।
এ দিকে, সম্প্রতি ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত 'রেহানা মরিয়ম নূর' সিনেমাটি। সেখানে প্রশংসিত হয় সিনেমাটি।
Comments